28 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক পিন্টু আর নেই

বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক পিন্টু আর নেই


বিএনএ ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রোববার (১৭ নভেম্বর) বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন এই ডিফেন্ডার।  স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন। জাকারিয়া পিন্টু ষাট-সত্তর দশকে মোহামেডানের জার্সিতে খেলেছেন। মোহামেডানের  অধিনায়ক ছিলেন তিনি।  পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন।

খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তী এই ক্রীড়া ব্যক্তিত্ব।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ