বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে জাল টাকাসহ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ( ১৭ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ৫ নং মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার লালমোহন থানার চরভুতা এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে মো.নসু মিয়া(৩২) এবং একই এলাকার পেশকার হাওলা মিঝি বাড়ির মৃত মফিজুল ইসলামের ছেলে মো. নাজিম উদ্দিন (৩২)। তারা বর্তমানে চান্দগাঁও শাপলা ক্লাব ও সমছু কলোনীতে ভাড়া থাকেন।
র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/আমিন