19 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রায়েরবাগের বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

রায়েরবাগের বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর রায়েরবাগ গ্যাস রোড এলাকার একটি বাসা থেকে রঞ্জনা আক্তার (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রঞ্জনা ফরিদপুর সদরপুর উপজেলার মানারচর গ্রামের হারুন মোল্লার মেয়ে। রঞ্জনাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মিলন মোল্লা জানান, তার ভাতিজির আগে একটা বিয়ে হয়ে ছিল। সেখানে বিচ্ছেদের পর ৩ বছর আগে এক বাসচালককে বিয়ে করে রায়েরবাগ গ্যাস রোডের একটি বাসায় থাকতো রঞ্জনা। মাঝে মধ্যে এ বাসায় এসে থাকতেন স্বামী। কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী ঠিকমতো বাসায় আসতো না ও তাকে দেখভালও করতো না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে কিছু খেয়ে আত্মহত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ