bnanews24.com
ঊনপঞ্চাশ বাতাস

করোনার পর হলে প্রথম আসছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

  • 3
    Shares

ঊনপঞ্চাশ বাতাসসিনেমা দেশের সিনেমা পাড়ায় ‘নিউ নরমাল’ অধ্যায়ের শুভ সূচনা করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। এতে সব দ্বিধা উতরে এবার তিনি মুক্তি দিচ্ছেন প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘একটা সুস্থ-স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় গত ১৩ মার্চ ছবিটির মুক্তি স্থগিত করেছিলাম। এরমধ্যে চলে গেছে ঘরবন্দি থমথমে ৭টি মাস! আমি মনে করি, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকে স্টার সিনেপ্লেক্স-এর সব শাখায় ছবিটি মুক্তির আয়োজন করলাম।’ ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।

মুক্তির খবরে শার্লিন ফারজানা বললেন, ‘ছবিটি বড় পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তি পাচ্ছি। এটাই আপাতত বড় সুখ। তবে ভয় ভয়ও লাগছে! কারণ মুক্তির পর শুরু হবে নতুন অপেক্ষার। দর্শক-সমালোচকদের মন্তব্যের অপেক্ষা। তবুও সবার প্রতি বিনীত অনুরোধ, হলে এসে সবাইকে ছবিটি দেখার।’

রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

আরও পড়ুন

করোনা : আরো দুইজনকে সনাক্ত

bnanews24

বরিশাল-ভোলায় হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু

RumoChy Chy

জাবিতে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে বিক্ষোভ

bnanews24