28 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির

ঢাকা : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশে জাপানের কারিগরি সহায়তায় ইন্ডাস্ট্রি স্থাপন করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। যুবসমাজ থেকে বেকারত্ব দূর করতে আধুনিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ওপর জোর দেন তিনি।

উপদেষ্টার সাথে বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানান। এ সময়  দু’দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক এবং তরুণদের এমপ্লয়মেন্টের নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়েও তুলে ধরা হয়।

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অনেক দক্ষ তরুণ জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এমন আরো অনেকেই পড়াশোনা করছে। ভবিষ্যতে জাপানের তরফ থেকে আরো সুযোগ আসবে। এছাড়া তরুণদের কর্মসংস্থানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষণ প্রশিক্ষণের আহ্বান জানান। খেলাধুলার বিভিন্ন অঙ্গনে কোচ কিংবা প্রশিক্ষণ সহায়তা দিয়েও পাশে থাকার নিশ্চয়তা দেন জাপানের রাষ্ট্রদূত।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ