27 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » রাবি টিএসসিসি’র প্রথম নারী পরিচালক হলেন ড. মুর্শিদা ফেরদৌস

রাবি টিএসসিসি’র প্রথম নারী পরিচালক হলেন ড. মুর্শিদা ফেরদৌস


বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি দায়িত্বে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অধ্যাপক ড.  মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. ফেরদৌস ১৯৯৯ সালে রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও রোভার লিডারসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন- রানার্স আপও হয়েছেন। বিশ্ববিদ্যালয়  বার্তার সম্পাদনা পর্ষদের সদস্য ছিলেন; পাশাপাশি রাজশাহী বেতারের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী এবং ঘোষক হিসেবেও কাজ করছেন অধ্যাপক ড.  মুর্শিদা ফেরদৌস।

দায়িত্ব নেবার পর অধ্যাপক ড.  মুর্শিদা ফেরদৌস জানান, “ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে আমার চেষ্টা থাকবে। ইচ্ছে আছে আন্তঃহল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ কিছু ইভেন্ট নিয়মিত যেন আয়োজন করা যায়। শুধু রাবি ক্যাম্পাসেই নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথেও আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন যুক্ত হতে পারে—সেসব বিষয়গুলো নিয়েও আমার চিন্তাভাবনা আছে।”

বিএনএনিউজ/সৈয়দ সাকিব/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ