21 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার হলো ছাত্রদল নেতার গুদাম থেকে

সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার হলো ছাত্রদল নেতার গুদাম থেকে

সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার হলো ছাত্রদল নেতার গুদাম থেকে

বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. এরশাদূর রহমানের গুদাম ঘর থেকে চোরাচালানের এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

অভিযুক্ত এরশাদূর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।মালামাল গুলো নেত্রকোনা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

এরশাদুর রহমানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ।

সৌরভ বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা কিংবা কর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ আরএস/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ