17 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কুপিয়ে যুবক হত্যা

রাজধানীতে কুপিয়ে যুবক হত্যা

কুপিয়ে হত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর এলাকায় বাসায় ঢুকে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার নাম শাহাদাত হোসেন (২০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুর এলাকার গ্রীণভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

তিনি বলেন, শাহাদাত নামের একজনকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত হোসেনের বাবার নাম মো. শাহ আলম।  তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের  চাম্পানগর এলাকায়। হামলার পরে স্থানীয়রা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি। এই ঘটনাটি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ