25 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমার থেকে বাংলাদেশের শেখার কিছু নেই: রাবি উপাচার্য

মিয়ানমার থেকে বাংলাদেশের শেখার কিছু নেই: রাবি উপাচার্য

মিয়ানমার থেকে বাংলাদেশের শেখার কিছু নেই: রাবি উপাচার্য

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্বে ইয়াবা পাচারকারী দেশ মায়ানমার থেকে বাংলাদেশের শেখার কিছু নাই।রোববার(১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি: প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাবি উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয়। বর্তমানে রোহিঙ্গা সমস্যা অন্যতম। এ ধরণের সমস্যাগুলো বিশ্বের মানুষের কাছে জানানো দরকার।’

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। মায়ানমার প্রাকৃতিক সমৃদ্ধশালী দেশ হলেও জান্তা সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের জন্য তারা বারবার আলোচিত হয়েছে। ক্ষুদ্রগোষ্ঠীর ক্ষমতা কুক্ষিগত করে বছরের পর বছর ধরে অত্যাচার করছে। প্রতিনিয়ত এই অত্যাচারের হার বাড়ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা সমস্যা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশে যারা আটকা পরে গেছে আমরা চাই তারা নিজ দেশে ফিরে যাক। তিনি আরো বলেন, আমরা কলামিস্ট তৈরি করতে চাই। এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এসময় তিনি সবাইকে কলাম লেখার জন্য আহ্বান জানন।’

বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, ‘বর্তমানে রোহিঙ্গাদের বিষয়ে নানান অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে একটা সংকট তৈরি হচ্ছে এবং আমাদের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে। সেই সাথে আন্তর্জাতিক নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

রোহিঙ্গা সমস্যাটি নিয়ে বহির্বিশ্বের প্রতিনিয়ত চাপ প্রয়োগ করার তাগিদ দিয়ে রবি উপাচার্য বলেন, ‘এটা আসলে আন্তর্জাতিক সমস্যা তাই এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। মিয়ানমার দেশে যে বৈষম্যমূলক আইন আছে, সেই আইন বিলুপ্ত করার জন্য জনমত সৃষ্টি করে বিলুপ্ত করতে হবে।’

সেমিনারটি উপস্থাপনা করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন: নর্থ-সাউথ বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিএনএ/সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ