20 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

বিএনএ ডেস্ক : টেকনাফে দুর্বৃত্তের হামলায়  মো. ইলিয়াস (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে নয়াপাড়া ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।নিহত ইলিয়াস ওই ক্যাম্পের বি-ব্লকের নাজির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান  গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকার সন্ত্রাসী সালমান গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে ঘর থেকে বের করে পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে  তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ