20 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে চাঁদের গাড়িতে গুলি, সেনা টহল জোরদার

বান্দরবানে চাঁদের গাড়িতে গুলি, সেনা টহল জোরদার

বান্দরবানে চাঁদের গাড়িতে গুলি, সেনা টহল জোরদার

বিএনএ বান্দরবান: বান্দরবানের কুহালং ইউনিয়নের চন্দ্রঘোনা সড়কে যাত্রীবাহি একটি চাঁদের গাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চন্দ্রঘোনা সড়কের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। পরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবান থেকে একটি চাঁদের গাড়ি চন্দ্রঘোনা সড়ক দিয়ে আমবাগান এলাকা পার হওয়ার সময় হঠাৎ করে পাহাড় থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলি চাকায় লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে কয়েকজন আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও মগ পার্টি হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য লড়াইয়ের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, তারা চাঁদের গাড়িতে হামলার ঘটনার কথা শুনেছেন। এতে কেউ হতাহত হয়েছেন কিনা বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ