16 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাত

ঢা‌মেক হাসপাতাল প্রতি‌বেদক:   রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে বাধন আহমেদ (২৭) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত বাধন সদর কিশোরগঞ্জের মো. আসাদুর রহমান আসাদের ছেলে । তিনি ফার্মগেট তেজকুনি পাড়া এলাকায় থাকতেন। হাসপাতালে পথচারী খুশী আক্তার জানান, বাধনকে ওই এলাকায় জনতা ফার্মীসির সামনে রক্ততাক্ত অবস্হায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে বাধনসহ কয়েকজন মিলে গল্প করছিল। ধারণা করা হচ্ছে কারও সঙ্গে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হয় সে।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ24, আহা জি এন

Loading


শিরোনাম বিএনএ