25 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে অভিমানে কিশোরের আত্মহত্যা

বরিশালে অভিমানে কিশোরের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, বরিশাল: বরিশালের উজিরপুরে মা ও বড় ভাইয়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মো. সায়েম মুন্সি (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার ওটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওটরা ৯নং ওয়ার্ডের মৃত শাহেব আলীর ছেলে মো. সায়েম মুন্সি শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নতুন নির্মাণাধীন ঘরের ভিমের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোর ৫টায় বাড়ীর লোকজন ওই কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে সায়েমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম জানান, কিশোর সায়েমকে তার মা কহিনুর বেগম ও তার বড় ভাই শাহিন মোবাইল ফোন ব্যবহার না করে লেখাপড়ায় আরো মনোযোগী হতে বলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। তাই মরদেহ ময়নাতদন্ত হবে, নাকি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ