বিএনএ,জাবিঃ রবীন্দ্রোত্তর কালের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন মৃতমঞ্চ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. নুরুল আলম, অধ্যাপক, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক নাসির উদ্দিন সহ আরো অনেকে।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাসিরউদ্দিন ইউসুফ বলেন, ‘সেলিম আল দীন এক অনন্য মানুষ হিসেবে পরিচিত। তিনি পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে হাজার বছর ধরে চলা বাংলা নাট্যরীতির সংমিশ্রনে আধুনিক বাংলা নাটক রচনা করেছেন। তিনি শুধু নাট্যতত্ত্বই দেননি। তিনি গ্রামে গ্রামে ঘুরে যেসব নাট্য রীতি সংগ্রহ করেছে তা তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠদানের মধ্যেমে একটি শৃঙ্খলায় এনেছেন। পাশাপাশি তিনি সেগুলো দিয়ে নাটক রচনা করেছেন। পাশাপাশি সৃষ্টিসত্তা ও গবেষণায় তিনি যে নতুন আঙ্গিকগুলো আবিস্কার করতে পেরেছেন এবং প্রয়োগ করেছেন, এতে বাংলা নাটক তার শেকড়ের সাথে সন্ধান পেয়েছে। সেলিম আল দীন আমাদের জন্য অনুপ্রেরণা ছিলো। এখন আমাদের অনুপ্রেরণা দেওয়ার মত মানুষ খুঁজে পাওয়া যায় না। তাও অনেকে তার পদচারণ অনুসরণ করে বাংলা নাটককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।’উপনিবেশিক অবিনাশ মুক্ত যে নবযাত্রা সেলিম আল দীন আশি’র দশকে শুরু করেছেন সেখানে তরুণ প্রজন্ম সমবেত হবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছে।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খান বলেন , ‘সেলিম আল দীন কোন শোভাযাত্রার বিষয় নয়, কোন প্রচারের বিষয় নয়, এটি একটি অধ্যয়নের বিষয় মনে ধারণের বিষয়। সেলিম আল দীনের শিক্ষা, দর্শন সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের আসল কাজ। তিনি তার লেখার মাধ্যমে হাজার বছর অতীতের আলো দেখিয়েছেন আমাদের। তার রেখে যাওয়া কাজগুলো আমরা যত বেশি চর্চা করব ততো বেশি তিনি আমাদের মননে, চেতনায় ও চিন্তায় উদ্ভাসিত হতে পারবো।’
নাট্যকার সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজীতে জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার সময়ই তিনি নাটকে জড়িয়ে পড়েন , যুক্ত হন ঢাকা থিয়েটারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা সেলিম আল দীনের হাত ধরেই। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা নাটকের শিকড়সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও নতুন আঙ্গিক তার নাটকে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটককে দিয়েছেন নতুন পরিচিতি । কীর্তিমান এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি পরলোকগমন করেন।
সেলিম আল দীনের জন্মবার্ষিকীর উৎযাপন উপলক্ষে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানকে ধারণ করে পাঁচ দিন ব্যাপি জাবিতে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। জয়ন্তীর প্রথমদিনে সন্ধ্যা ৭টায় জহির রায়হান মিলনায়তনে ‘প্রাচ্য’ নাটক মঞ্চয়িত হবে। দ্বিতীয় দিনে ‘কিত্তনখোলা’ তৃতীয় দিনে ‘বনপাংশুল’ চতুর্থ দিনে ‘কেরামতমঙ্গল’ ও পঞ্চম দিনে ‘পুত্র’ নাটক মঞ্চায়িত হবে।
বিএনএ,সানভীর, ওজি