22 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১

আফগানিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

বিশ্ব ডেস্ক: আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলার ঘটনায় মসজিদের ইমাম এবং একজন প্রখ্যাত ইসলামিক পন্ডিতসহ ২১জনের মৃত্যু ঘটেছে। বুধবার মাগরিবের নামাজের সময় উত্তর কাবুলে এ ঘটনা ঘটে। আত্মঘাতি বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

ইসলামিক এমিরাটস আফগানিস্তানের
ইসলামিক এমিরাটস আফগানিস্তানের মসজিদের ভেতরে  বিস্ফোরণ 
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সাংবাদিকদের জানান, মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। অনেক হতাহত হয়েছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়ির জানালর কাচ পর্যন্ত ভেঙে যায়।
ইসলামিক এমিরাটস আফগানিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাবার পর আইএস দেশটিতে নতুন করে সহিংস হামলা শুরু করেছে। শিয়া ও সংখ্যালঘুদের মসজিদে প্রায়শ আত্মঘাতি বোমা করছে। অন্যদিকে ইসলামিক এমিরাটস অব আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিদিনই তাদের দমনে অভিযান চালিয়ে যাচ্ছে। খবর দি নিউজ পিকে।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ