বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনলাইনে ক্লাস আগামি ২৫ আগস্ট থেকে শুরু হবে। বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেল ও টার্মের স্নাতক পর্যায়ে সেশনাল ক্লাশগুলো অনলাইনে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সেশনাল ক্লাশসমূহের সময়সূচি ঘোষণা করবেন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী এসময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
বিএনএনিউজ/মনির