15 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। বুধবার(১৮ আগস্ট) দূপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সাজু জানান, আফতাবনগরের ১১ নম্বর রোডের এম ব্লকের একটি ফাঁকা জায়গায় নির্মাণকাজ চলছে। সেখানে মোটরের লাইনে সুইচ দেয়ার সময় আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার বকশিপুরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ