16 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিএনএ ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার নিয়ে প্রধান প্রবেশপথে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। বুধবার ( ১৮ আগস্ট) সকাল থেকে গাজীপুরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধে হয়ে পড়েন।

তারা বলছেন, অনার্স ফাইনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে বড় ধরনের গরমিল হয়েছে। অনার্স পরীক্ষার এ ফল কোরবানি ঈদের আগের রাতে অর্থাৎ (২০ জুলাই) প্রকাশিত হয়। এতে পাশের হার ৭২ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান জানান, এ বিক্ষোভ অযৌক্তিক, কারণ পরীক্ষার খাতা দেখা বা নম্বর দেয়ার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ভূমিকা নেই। খাতা দেখেন শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সেই নাম্বার নিয়ে ফল প্রকাশ করে।

যেই ফল নিয়ে আপত্তি তোলা হচ্ছে সেই ফলে পাশ করেছে ৭২ শতাংশ শিক্ষার্থী। এরপরেও কেউ আবেদন করলে তার খাতা পুন:নিরীক্ষণ অর্থাৎ শিক্ষক যে নাম্বার দিয়েছে সেটা ঠিক মতো টেবুলেশন শীটে  এসেছে কি-না তা চেক করার নিয়ম রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ