28 C
আবহাওয়া
৭:১১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দুই পুঁজিবাজারেই নিম্নমুখী লেনদেনে কমেছে সূচক

দুই পুঁজিবাজারেই নিম্নমুখী লেনদেনে কমেছে সূচক

লেনদেনর উত্থান : দুই পুঁজিবাজারেই সূচকের রেকর্ড

বিএনএ,ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ আগস্ট) সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিনে সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ১৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৮৪ পয়েন্টে। এদিকে, ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৬.৮২ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৬.২৫ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। ডিএসইতে এদিন ২ হাজার ২৫৫ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০০ কোটি টাকা কম।

অন্যদিকে, মঙ্গলবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮৩৫.৪৫ পয়েন্টে। আর সার্বিক সিএএসপিআই সূচক ২৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৩৪.৪৮ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। দিন শেষে সিএসইতে ৯২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।

বিএনএনিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ