15 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত

চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান মা হতে যাচ্ছেন। যদিও এখনো তার সন্তানের বাবার পরিচয় মেলেনি। তবে নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ, এমন গুঞ্জনও রয়েছে। শোনা গেছে, সেপ্টেম্বরের প্রথম দিকেই সন্তান জন্ম দেবেন নুসরাত। কিন্তু ডাক্তারদের হিসেব মতে সেই দিনটি এগিয়ে এসেছে। সম্ভবত আগস্টের শেষেই নায়িকার ঘরে নতুন অতিথি আসবে। তার চেহারায় মাতৃত্বের ছাপ ফুটে উঠেছে।

সোমবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কিছুদিন আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।

এর দু-দিন পর প্রকাশ্যে আসে নুসরাতের বেবি বাম্পের ছবি। কিন্তু নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন। শুরু হয় তুমুল সমালোচনা। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ।

তবে নুসরাত আপাতত যশ দাশগুপ্তর সঙ্গেই বসবাস করছেন। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ। কিন্তু এ নিয়ে কথা বলতে রাজি নন যশ। সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে এ অভিনেতা জানান, নুসরাত প্রসঙ্গে কোনো প্রশ্ন করা যাবে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ