23 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন!

ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন!

internet

বিএনএ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে সারাদেশে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করছেন।

ব্যবহারকারীরা বলছেন, তাদের মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

রাজধানী বসুন্ধরা এলাকার মোবাইল রিচার্জ বিক্রেতা মো. বাবু মিয়া বলেন, ‘অনেক মোবাইল ফোন ব্যবহারকারী ডেটা কেনার পরও ফেসবুক ও ইউটিউব ব্যবহার করতে পারছেন বলে জানাচ্ছেন আমাকে।’

এ দিকে বিএনএ নিউজের বিভিন্ন জেলা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, তারা মোবাইল ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারছেন না। তবে, টু-জি নেটওয়ার্ক চালু থাকায় ব্যবহারকারীরা কেবল ভয়েস কল করতে পারছেন। ২০২৪ সালের মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ কোটি ৭৮ লক্ষ মোবাইল গ্রাহক রয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ