বিএনএ,কক্সবাজার : কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। সোমবার ( ১৭ জুলাই ) দুপুর দেড়টায় দিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন ৪ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের পুত্র ইলেকট্রিশিয়ান নুরুল আবছার ও চাকুরীজীবী মো. রাশেদ।
ক্ষতিগ্রস্তদের পরিবারের লোকজন জানান, আগুনে আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. হাসান চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দুইটি বসতবাড়ির চারটি ঘর কমবেশি পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
বিএনএনিউজ২৪.কম/রেজাউল করিম/ এনএএম