বিএনএ, বিশ্বডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এ সময় সেখানে থাকা একজন সশস্ত্র বেসমরিক ব্যক্তির গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।
সিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করে। এ সময় ফুড কোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছে। এই ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যায় ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্থ হয়েছেন কি না তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন ফুড কোর্টের বাইরে গুলি চালানো হয়নি।
বিএনএনিউজ২৪/এমএইচ