বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে দুই আঞ্চলিক দলের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
১৮ জুন (মঙ্গলবার) সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাঘাইহাট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ দুপুর আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজারের শান্তি পরিবহন বাসের সুপারভাইজার মোঃ নাঈম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকালে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দুলে চাকমা ও চিক্কো চাকমা নামে দু’গ্রুপের আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
নিহতের বাড়ি- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়। এ ঘটনায় বিকালে এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
জানা যায়, সকালে ইউপিডিএফ মূল দলের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী বাঘাইহাট বাজারে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের অবস্থানের দিকে যেতে থাকলে ইউপিডিএফ গণতান্ত্রিক নিজেদের আত্মরক্ষায় বাঘাইহাট স্কুলের তৃতীয় তলায় অবস্থান নেন। পরে গ্রামবাসী স্কুলের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে গ্রামবাসীরা দৌঁড়ে পালিয়ে যান।
এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুরের ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর বাঘাইহাট বাজারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কয়জন আহত হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য তিনি দিতে পারেন নি।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী