30 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

রাজধানীতে বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ


বিএনএ, ঢাকা :  ঈদের আনন্দে পাঁচবন্ধু মিলে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়। রাজধানীর শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে বেপরোয়া গতির  প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের  (বিআইসিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল গাজী (৩০)। আহতরা হলেন, বিপ্লব, সাগর ও রাতুল।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, রাতে একটি প্রাইভেটকারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি উল্টে পড়ে রাস্তায়। পরে গুরুতর অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন । বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, মধ্য রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। থাকেন মিরপুর মাজার রোডে। পেশায় ব্যবসায়ী তিনি। নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর এক নম্বরের কলোনিতে। তার একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের ও স্বজনদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ