বিএনএ, বিশ্ব ডেস্ক: সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আযহা (২০২৩) উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।
এর আগে পবিত্র ঈদুল আযহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে।
মুসলিম সম্প্রদায়ের দুটি বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাবিশ্বের মুসলিমরা এ উৎসব উদযাপন করে থাকেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।
আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ্জ। পবিত্র ঈদুল আযহার প্রথম দিন জিলহজ্জের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এ মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।
আরও পড়ুন : বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সভা সোমবার
বিএনএনিউজ/বিএম, এইচ এইচ