বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষা চলবে আগামী ২২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
রোববার (১৮ জুন) ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর মধ্য দিয়ে ১ম শিফটের পরীক্ষা শুরু হবে । এরপর দ্বিতীয় শিফটে ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশ নেবেন সর্বমোট ২ লাখ ৪৯ হাজার ১০ জন শিক্ষার্থী। মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার ৮৮৪টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ১৩৬ জন।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করতে পরীক্ষা চলাকালে যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়কের ক্যাম্পাস সংলগ্ন প্রধান গেট, জয় বাংলা গেট ও বিশমাইল গেটে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা, ডেইরি গেট থেকে মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পুলিশি টহল, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করছে প্রশাসন।
উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।’
উপস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম শিফটে আইবিএ-জেইউ এর পরীক্ষা হচ্ছে। প্রতিবছরই এই ইউনিটে উপস্থিতি কম দেখা যায়। আমরা মনে করছি সেকারণে এবারও কম হচ্ছে৷’ গত বছরের তুলনায় এবছর আবেদনকারীর সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এবছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগরে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়।’
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘প্রথম শিফটে এখন পর্যন্ত আনুমানিক ৭০ শতাংশের মত উপস্থিতি দেখা যাচ্ছে। এ বছর ছেলে মেয়ে আলাদা শিফটে পরীক্ষা হওয়াতে আমাদের ভোগান্তি কম পোহাতে হবে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।’
পূর্বের মতো এবারও বিতর্কিত শিফট পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথমবারের মতো ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেয়া হবে।
বিএনএ/ সানভীর,ওজি, এইচ এইচ