16 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পরিবেশ দিবস উপলক্ষে বোয়ালখালীতে পথসভা

পরিবেশ দিবস উপলক্ষে বোয়ালখালীতে পথসভা


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): নলকূপে পানি না থাকায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় বিক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

শনিবার (১৭ জুন) বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার শাকপুরা গ্রামে অনুষ্ঠিত পথসভায় এ বিক্ষোভ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক নির্মল কান্তি দাশ। পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্যের পরিচালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন নুর নাহার বেগম, আবদুল মোতালেব, শুভ আচার্য্য, রুবেল চৌধুরী, অজয় আচার্য্য, নিশান চক্রবর্তীসহ আরও অনেকে।

গ্রামবাসীরা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, শাকপুরা গ্রামে নলকূপের মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, দিন দিন পানীয় জলের সংকট তৈরী হচ্ছে।

তার কারণ হিসেবে আরও জানান, গ্রামের মধ্যে শিল্প কারখানা নির্মাণ করে শিল্পকারখানার মালিকেরা অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনের ফলে আজকে পানীয় জলের এই অবস্থা।

বক্তারা দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ