25 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিপুল নকল বিড়িসহ আটক এক

ময়মনসিংহে বিপুল নকল বিড়িসহ আটক এক

ময়মনসিংহে বিপুল নকল বিড়িসহ আটক এক

বিএনএ, ময়মনসিংহ : ২ লক্ষ ৪০ হাজার শলাকা নকল বিড়িসহ খাদেমুল ইসলাম নামে এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকালে নগরীর শম্ভুগঞ্জ বাসট্যান্ড ব্রিজ মোড় এলাকা থেকে তাকে আটক করার কথা জানায় র‌্যাব।

র্যা ব-১৪ এর কোম্পানি কমান্ডার সিপিএসসি মেজর আখের মুহাম্মাদ জয় বলেন, খাদেমুল পাবনা হতে বাসযোগে ময়মনসিংহের সকল উপজেলা সহ কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে লোকবল নিয়োগ দিয়ে নকল ব্যান্ডরোল রাজা বিড়ি বাজারজাত করছিলেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি বিষয়টি র্যা ব জানতে পেরে অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়িসহ তাকে আটক করে।

আটক খাদেমুলকে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যা ব-১৪ এর কোম্পানি কমান্ডার সিপিএসসি মেজর আখের মুহাম্মাদ জয়।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ