29 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » তাইওয়ানের সংসদে সরকার ও বিরোধীদলের এমপিদের মারামারি

তাইওয়ানের সংসদে সরকার ও বিরোধীদলের এমপিদের মারামারি

তাইওয়ানের সংসদে সরকার ও বিরোধীদলের এমপিদের মারামারি

বিশ্ব ডেস্ক: তাইওয়ানের সংসদে সংস্কার বিল পেশ নিয়ে সরকার ও বিরোধীদলের এমপিদের মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার(১৭ মে২০২৪) সংসদ অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতারা। এরপর তা মারামারিতে রূপ নেয়। খবর তাইপেই টাইমস।

ছবি তাইপেই-টাইমস
ছবি তাইপেই-টাইমস

খবরে বলা হয়, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক সময় তারা  একে অপরকে ধাক্কা দেন। এ ঘটনার রেশ অধিবেশন কক্ষে ছড়িয়ে পড়ে।

আইনপ্রণেতারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেল দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন।কাউকে চেয়ার থেকে উল্টিয়ে ফেলে দেয়া হয়।

শাসক গণতান্ত্রিক প্রগ্রেসিভ পার্টি এবং বিরোধী কুওমিনতাং এবং তাইওয়ান পিপলস পার্টির আইনপ্রণেতাদের মধ্যে শারীরিকভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা হয়।

ছবি তাইপেই-টাইমস১
ছবি তাইপেই-টাইমস১

পরে আইনসভার স্পিকার হান কুও-ইউ দিনের সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, “এখন রাত ১২ টা, এবং আজকের অধিবেশন শেষ হয়েছে। ২১ মে সকাল ৯ টায় বৈঠক পুনরায় শুরু হবে,”।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। আগামী সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই লাই চিংয়ের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি)। ফলে সরকার গঠন করতে অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টা চলছে।

এরই মধ্যে পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছে বিরোধিরা। সেই সংস্কার প্রস্তাব ঘিরেই শুক্রবার পার্লামেন্টে মারামারি হয়েছে এমপিদের মধ্যে।

বিরোধী দলগুলি বলেছে যে আইন প্রণয়নগুলি কার্যনির্বাহী ইউয়ানের আরও ভাল তদারকি করতে সক্ষম করবে, যার মধ্যে এমন কর্মকর্তাদের অপরাধী করার প্রস্তাব রয়েছে যারা আইনসভায় মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য বিবেচিত হয়।
এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ