বিশ্ব ডেস্ক: আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে একজন আফগান নাগরিক ও তিনজন স্পেনের পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় আফগানিস্তানের বামিয়ানে এ ঘটনা ঘটে। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে বলেন, তালেবান সরকার এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান মি. কানি।
এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, শুক্রবার নিহতদের মধ্যে ৩ ব্যক্তি ও আহতদের মধ্যে অন্তত একজন স্পেনের নাগরিক।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দূতাবাস থেকে যে কোন সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।
বামিয়ান হলো আফগানিস্তানের শীর্ষ পর্যটন কেন্দ্র। এখানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান রয়েছে।
২০২১ সালে ৬৯১জন বিদেশি পর্যটক আফগানিস্তান ভ্রমণ করেন, যা ২০২৩ সালে ৭০০০ এ বৃদ্ধি পায়।
আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী প্রত্যাহার করার পর ২০২১ সালে তালেবান ক্ষমতা দখল করে। ইউরোপীয় ইউনিয়ন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বামিয়ানে হামলার নিন্দা জানিয়েছে। সূত্র: পাজক আফগান নিউজ, আল জাজিরার।
বিএনএ,এসজিএন/ হাসনা