25 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

জামালপুরে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

জামালপুরে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

বিএনএ,জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার উপজেলার উত্তর চিকাজানী গ্রামে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল উপজেলার চরমাগুরী হাট দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, চিকাজানী আতা মোড়ের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা বাবুল গুরুতর আহত হন। তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। ঢাকায় নেয়ার পথেই বাবুলের মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ