15 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৮ লাখ টাকার আইসসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১৮ লাখ টাকার আইসসহ গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৮৫ গ্রাম আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা  থেকে হামিদ হোসেন ও ফারুক নামে দুই ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে ১৮৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে থাকে। পরে সেগুলো চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ