বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ২১১ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৭২ জনকে শনাক্ত করা হয়েছে। মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮২ হাজার ১২৯ জন।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ২৭২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ৫৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ১৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ২৪ হাজার ২০৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ লাখ ৩৪ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিএনএননিউজ/ এইচ.এম।