26 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীতে পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীতে পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: গুলশান থানায় ২০১১ সালের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানুজ্জামান ওরফে হাছানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব- ২ ও র‌্যাব- ৬।

বুধবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর তেজগাঁওয়ে শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র‌্যাব- ২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১১ সালে ৯৫০ বোতল ফেনসিডিলসহ হাছানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় ১৭ মাস জেলহাজতে কারাবাসের পর আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন তিনি।

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত বিচারিক কার্যক্রম শেষে আসামি হাছানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। হাছান পলাতক থাকা অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ