27 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - জুলাই ১৪, ২০২৫
Bnanews24.com
Home » কাজীর দেউড়িতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

কাজীর দেউড়িতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ।  ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়। আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত না এলে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো।

নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ