22 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় আগুনে পুড়েছে আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর

লোহাগাড়ায় আগুনে পুড়েছে আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর

লোহাগাড়ায় আগুনে পুড়েছে আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি আগুনে পুড়ে গেছে। রোববার(১৮ এপ্রিল)বিকেল সাড়ে ৪ টার দিকে চুনতি ১নং ওয়ার্ডস্থ আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকান্ড ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর নিশ্চিত করেছেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হল মৃত নূর আহমদের স্ত্রী মাহমুদা খাতুন, মৃত ইব্রাহিমের পুত্র মোঃ শাহ আলম,নুরুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগম,মৃত মোঃ কাশেমের পুত্র আবুল বশর, মৃত ছরওয়ারের স্ত্রী আয়েশা বেগম , মৃত আবুল হোসেনের স্ত্রী মাবিয়া বেগম , মৃত লালমিয়ার পুত্র ফরিদুল আলম প্রকাশ বৈদ্য ফরিদ,মৃত মোজাহের আহমদের পুত্র আবু তাহের, মৃত নজু মিয়ার পুত্র আবুল কালাম, মৃত আব্দুস ছালামের পুত্র আব্দুল আমিন। অগ্নিকান্ডে নগদ টাকা,স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিভাতে সময় লেগেছে। ততক্ষণে ১০ টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। আগুন থেকে কিছুই রক্ষা করা যায়নি । খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ মাহমুদা খাতুন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে পরিবার নিয়ে এখানে বসবাস করছি। সারা জীবনের সঞ্চিত সবকিছু আগুনে পুড়ে ছাই করে ফেলেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নাই।

মৃত ছরওয়ারের স্ত্রী আয়েশা বেগম জানান,ছেলেকে ইটভাটায় কাজে পাঠিয়ে ২০ হাজার টাকা পেয়েছিলাম। আগুন আমার বাড়ির সবকিছু পুড়ে ছাই করে ফেলেছে। টাকাটাও রক্ষা করতে পারলামনা৷

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ। এসময় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা, কম্বল প্রদান করেন ইউএনও মোঃ আহসান হাবীব জিতু।

এছাড়াও চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানীর নিজস্ব তহবিল হতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য থাকার এবং খাবারের ব্যবস্হা ও নগদ অর্থ প্রদান করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ