17 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » করোনামুক্ত হলেন ক্যাটরিনা কাইফ

করোনামুক্ত হলেন ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ করোনাভাইরাস মুক্ত হয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। ক্যাপশনে লেখেনে, ‘নেগেটিভ। যারা আমার খোঁজ নিয়েছেন ধন্যবাদ। বিষয়টি অনেক ভালো লেগেছে।’

গত ৬ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লেখেন, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছে থেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি।

তিনি আরও লেখেন, চিকিৎসকের পরামর্শে সব নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন সবাইকে বলব, দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।

ক্যাটরিনা এরইমধ্যে কাজ শেষ করেছেন ‘সূর্যবংশী’ সিনেমায়। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। এতে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে দেখা যাবে তাকে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ