27 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিলে ৭ জন, শনাক্ত আরও ২৫২

চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিলে ৭ জন, শনাক্ত আরও ২৫২

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ৯৫৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ২৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের ২৩৫ জন এবং উপজেলার ১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা ৪৬ হাজার ৯শ’ ৩৪ জন। একই সময় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭জন। বোরবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায।

ওই প্রতিবেদনে বলা হযেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৩টি নমুনা পরীক্ষায় ৭০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষায় ৩৮ জন,  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ২ জন, বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬১টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া ওইদিন কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ৯৫৮টি নমুনা পরীক্ষায় ২৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হযেছে। এতে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৩৪ জন। যাদের নগরের ৩৭ হাজার ৬৭৬ জন এবং উপজেলার ৯ হাজার ২৫৮ জন। একই সময় করোনায় ৭ জনের মৃত্যু হযেছে। এরমধ্যে নগরের ৫ জন এবং উপজেলার ২ জন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন। যাদের নগরে ৩৩৮ জন এবং উপজেলায় ১২১ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ