26 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - মার্চ ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২


বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবীর বালুরমাঠ ইস্টার্ন গার্ডেন গ্রিনসিটির একটি বাসার তৃতীয় তলায় এক নারী সাংবাদকর্মী গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতের দিকে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসা হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল কাইয়ুম জানান, গতরাতে ওই নারী সাংবাদকর্মী পল্লবীর গ্রিনসিটির একটি বাশার তৃতীয় তলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে দিকে তাকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, ওই নারী বাংলাদেশ সমাচার পত্রিকার সংবাদকর্মী হিসেবে কাজ করতেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই । তিনি আরও জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে ।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ