৭:৩৬ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে ৫ম সমাবর্তন ১৪ মে

চবিতে ৫ম সমাবর্তন ১৪ মে

চবিতে ৫ম সমাবর্তন ১৪ মে

বিএনএ, চট্টগ্রাম: দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে বুধবার (১৪ মে)। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) সমাবর্তন কমিটির সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ও ৫ম সমাবর্তন কমিটির সভাপতি ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের (চবি) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আগামী ১৪ মে অনুষ্ঠেত ৫ম সমাবর্তন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন তাদেরকেও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তাদের আবেদনের সময় নির্ধারণ করা হয়। পূর্ব সনদ উত্তোলনকারীদের জন্য সমাবর্তন ফিস ২ হাজার ৫ শত টাকা নির্ধারণ করা হয়।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদালয়ের (চবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় সিন্ডিকেট সদস্য, সিনেট প্রতিনিধি, ডিন, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ ও অন্যান্য পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবর্তন সফল করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ