25 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শিশুদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে হবে: মিজান

শিশুদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে হবে: মিজান


বিএনএ, ফেনী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাগলাইয়া উপজেলায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) রোশন ফকির দরগাহ্ মাদ্রাসায় এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারেন্ডেন্ট মাওলানা মনজুরুল মাওলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেনী জেলা শাখার নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দলবেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেত। ১৯৯৭ সালের আগে বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার শপথ নিতেই বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরবর্তী সময়ে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।

প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষক ও অভিভাবকদের উদেশ্যে বলেন, শিশুদের আদর ভালবাসা দিয়েই লেখাপড়ায় মনোযোগী করে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ