17 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  সাকিব আল হাসান ও অভিষেক ম্যাচ খেলতে নামা তৌহিদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে  বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৩ রানের। আইরিশদের বিপক্ষে শনিবার (১৮ মার্চ ২০২৩) তারা সেই স্কোর ছাড়িয়ে গেছে। বাংলাদেশ- আয়ারল্যান্ড ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ৩৩৯ রান করতে হবে সফরকারী দলের।

সাকিব ৯৩ ও হৃদয় ৯২ রান করেন। দু’জনেই  সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও  নার্ভাস-নাইন্টিতে আউট হন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ ২০২৩) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ওভারেই ৩ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। পেসার মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম।

দলীয় ১৫ রানে তামিমকে হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার লিটন দাস ও ইনফর্ম নাজমুল হোসেন শান্ত। কিন্তু প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে পেসার কার্টিস ক্যাম্পারের বলে শর্ট কভারে পল স্টার্লিংয়ের ক্যাচে বিদায় নেন ২টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলা লিটন।

সাকিব আল হাসান এর বিশ্ব রেকর্ড

বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেট শিকারের মালিক হলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহাসে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩শ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।

শনিবার (১৮ মার্চ ২০২৩) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বোলার হিসেবে ৩শ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।

সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩শ উইকেট শিকার করেছেন  শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

তামিম ইকবালের পর সাকিব

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন  ২১৬ ইনিংসে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ