15 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

বিএনএ, ঢাকা: বাহরাইনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

গত ১১ থেকে ১৫ মার্চ দেশটির রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৬ তম অ্যাসেম্বলি এবং আইপিইউ’র সংশ্লিষ্ট সভা উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে তিনি ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল বিতর্কে অংশগ্রহণ করেন। আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অ্যাসেম্বলিতে অংশ নেন। সূত্র: বাসস।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ