29 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত

রাজধানীতে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত

রাজধানীতে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানী উত্তরা পূর্ব এলাকায় বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন । গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মীমকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে রাব্বিকে মৃত ঘোষণা করেন।

নিহতারা হলেন,আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (২৫) ।

নিহত রাব্বির গ্রামের বাড়ি, গাজীপুরের টঙ্গী পশ্চিম রসুলবাগ আউচপাড়া মুক্তার বাড়ি এলাকার আব্দুর রবের ছেলে । এবং মিমের গ্রামে বাড়ি গাজীপুর টঙ্গী পূর্ব গোপালপুরের ছোট মসজিদ টি এন টি এলাকার আব্দুল করিমের মেয়ে।

হাসপাতালে নিয়ে আসা মানিক জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার বি এন এস সেন্টারের সামনে যাওয়া মাত্রই দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যায় । গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ।পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত মিমের বান্ধবী তানজিলা আক্তার জানান, গত তিন বছর আগে পারিবারিকভাবে রাব্বির সঙ্গে মিমের বিবাহ হয়। রাব্বি এসএসসি পরীক্ষার পর আর লেখাপড়া করেনি বর্তমানে কিছু করেনা। গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হয় । পরে তারা এই দুর্ঘটনার কবলে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল/ আরএস /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ