বিএনএ, বিশ্বডেস্ক : কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উল্টে পড়ল যাত্রীবাহী বিমান। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। তবে কেউ মারা যাননি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডেলটা এয়ারওয়েসের একটি বিমান অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিমানকর্মী-সহ প্লেনটিতে মোট ৮০ জন ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিমানটি ১৬ বছরের পুরনো সিআরজে ৯০০ মডেলের।
এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি আমেরিকা মিনেসোটা থেকে আসছিল। ঘটনায় বিমানের তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। তার মধ্যে এক শিশুও আছে। তাদের হাতপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে বিমানের ভিতরেই কারো মৃত্যু হয়নি, এটাই বড় ঘটনা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে সমানে তুষারপাত হচ্ছে এলাকায়। যার জেরে রানওয়েতে প্রায় ২২ ইঞ্চি পুরু বরফ জমে আছে। তার সঙ্গে তীব্রবেগে হাওয়া দিচ্ছে। সঙ্গে হিমাঙ্কের নিচে তাপমাত্রা। পাইলট এই সবকটি বিষয়ের সঙ্গে তাল মেলাতে পারেননি বলে মনে করা হচ্ছে। যদিও দুর্ঘটনার বিস্তৃত কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি।
ঘটনার পর কানাডার বিমান পরিষেবার বিশেষ দল টরোন্টো পৌঁছেছে। তারাই এই দুর্ঘটনার তদন্ত করবে।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী