21 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও  অটো‌রিকশার মুখোমু‌খি সংঘর্ষে নারীসহ চারজ‌ন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ব্যক্তি।  রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌ তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপু‌র উপজেলার ভাত গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমু‌ল (২৫), গাইড়াবে‌তিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং তে‌লিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা সবাই অটো‌রিকশার যাত্রী ছিলেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ