24 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার


বিএনএ, সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।

জানা যায়, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আগত ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়। বিকালে ফেরার পথে ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে পথ খুঁজে পেতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ও ফুরিয়ে যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন ।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে বনের গহীনে খালের মধ্যে চলে যায়। পরে বিষয়টি আমাকে জানালে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে পাঠিয়ে রাত ১০টার সময় তাদের উদ্ধার করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ