চট্টগ্রাম: চট্টগ্রামের কাজীর দেউড়ির সামনে সিএনজি অটোরিশকশার ধাক্কায় নিহত ডা. সামিনা আক্তারকে বহনকারী রিকশাচালক মো. হৃদয়কে (১৯) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ । বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. হৃদয় কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ভূঁইয়া বাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, অটোরিকশার বেপরোয়া গতি ও ডা.সামিনাকে বহনকারী রিকশাচালক হৃদয়ের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে তাই দেখা যায়্। সিএনজি অটোরিকশাচালক সিদ্দিককে দুর্ঘটনার দিন রাতেই গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডা. সামিনা আক্তার। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মৃত্যুবরণ করেন। ডা. সামিনা আক্তার ইউএসটিসি মেডিক্যাল কলেজের সাবেক ছাত্রী। তিনি সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত ছিলেন।
বিএনএ/ওজি