20 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মেয়াদ বাড়লো রাষ্ট্রপতি কার্যালয়ের দুই স‌চি‌বের

মেয়াদ বাড়লো রাষ্ট্রপতি কার্যালয়ের দুই স‌চি‌বের


বিএনএ ডেস্ক:রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানের চাক‌রিতে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এই সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ আগামী ৫ মার্চ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর বাড়া‌নো হ‌য়ে‌ছে। আর রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আগামী ১ মার্চ বা যোগ দেওয়ার তারিখ থেকে এক বছর বাড়ানো হয়েছে।

সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তি সম্পাদন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ